Skip to main content

তফসিলের দিন ঘোষণার প্রতিবাদে ইসিতে এসেছে ঐক্যফ্রন্ট

সাইদ রিপন : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ৮ নভেম্বর ঘোষণার দিন নির্ধারণের প্রতিবাদে নির্বাচন কমিশনে (ইসি) আসছে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার বিকেল ৩টায় আ স ম আব্দুর রবের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল সিইসি'র সঙ্গে সাক্ষাত করতে নির্বাচন কমিশনে আসে। প্রতিনিধি দলে রয়েছে, জেএসডির সভাপতি জাতীয় ঐক্যফ্রন্টের নেতা অাসম অাবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মাহমুদুর রহমান মান্না, সুব্রত চৌধুরী, আব্দুল মালেক রতন ও বরকত উল্লাহ বুলু সহ ৭ সদস্যর প্রতিনিধি দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ পেছনোর দাবিতে প্রধান নির্বাচন কমিশনার মহোদ্বয়ের সঙ্গে সাক্ষাত করবেন। ইসির জনসংযোগের পরিচালক (যুগ্মসচিব) এসএম আসাদুজ্জামান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এর আগে ৩ নভেম্বর, শনিবার ঐক্যফ্রন্টের পক্ষ থেকে গণফোরামের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিকের নেতৃত্বে এক প্রতিনিধি দল ইসিতে আসে। এ সময় ইসির কাছে তারা দাবি করেন, সংলাপ শেষ না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না করার আবেদন জানায় ঐক্যফ্রন্ট। এরকম বাস্তবতায় ৪ নভেম্বর, রবিবার একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ৮ নভেম্বর ঘোষণা করা হবে বলে কমিশনের ৩৯তম সভায় সিদ্ধান্ত হয়।

অন্যান্য সংবাদ