Skip to main content

ঢাকা ৮ অাসনে প্রার্থী হতে চান জগদীশ বড়ুয়া

জাফরুল অালম : অাগামী একাদশ সংসদ নির্বাচনে ঢাকা ৮ অাসনে প্রার্থীতা ঘোষণা করেছেন অাধ্যাত্নিক নেতা হিসেবে দাবি করা কবি জগদীশ বড়ুয়া পার্থ। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি প্রার্থীতা ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণ যাদেরকে রায় দিবে তারাই সরকার গঠন করবে। তবে ড. কামালের নেতৃত্বে যে জাতীয় ঐক্যফ্রন্ট এগিয়ে যাচ্ছে অামরা তাদের নেতৃত্বেই এগিয়ে যাবো। মতিঝিল, রমনা ও পল্টন থানা নিয়ে গঠিত ঢাকা ৮ অাসনে প্রার্থীতা হবার অাগ্রহের কারণ জানতে চাইলে তিনি বলেন, রাজধানী ঢাকা নানা সমস্যায় জর্জরিত। অামি নির্বাচিত হলে এ অাসনের উন্নয়নে যা যা করণীয় সবকিছু করবো। এর অাগেও তিনি ২০১১ সালে কক্সবাজার পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী, ২০১৪ সালের ৫ জানুয়ারিতে পদপ্রার্থী এবং সর্বশেষ ২০১৭ সালে জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পবিত্র মাইকেল, অাব্দুল মালেক, তাজুল ইসলাম ভুট্টু, রানী বিশ্বাস প্রমুখ।

অন্যান্য সংবাদ