শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৮, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৮, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে বোমা ফাঁটিয়ে গাড়ি ভাংচুর, যাত্রী আহত

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: জেলার বানারীপাড়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় রবিবার রাতে বিএনপির বিক্ষোভ মিছিল শেষে পাঁচটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে যাত্রীবাহি ইজিবাইক ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে খলিল বালী নামের এক যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পুলিশ ওই এলাকা থেকে চারটি তাজা বোমা উদ্ধার করেছে।

থানার ওসি মোঃ খলিলুর রহমান জানান, রবিবার সন্ধ্যা রাতে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে আকস্মিকভাবে বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। ঝটিকা মিছিল শেষে পরপর পাঁচটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীরা যাত্রীবাহি একটি ইজিবাইকে হামলা চালিয়ে ভাংচুর করে। ওই আরও জানান, এ ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করে ওইদিন রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে।

বাবুগঞ্জে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার: পরিত্যক্ত অবস্থায় বাবুগঞ্জ উপজেলার রাকুুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পেছন থেকে তিনটি পেট্রোল বোমা ও দুইটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। থানার ওসি দিবাকর চন্দ্র দাস জানান, নৈশ টহল পুলিশ ওই এলাকায় ডিউটিকালে মধ্যরাতে বিকট শব্দে একটি বিস্ফোরনের আওয়াজ পায়। ওই শব্দের উৎস ধরে খুঁজতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত ২৫ অক্টোবর উপজেলার মধ্যরাজকর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে একই পন্থায় চারটি পেট্রোল বোমা ও দুইটি ককটেল উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়