Skip to main content

ই-নথি সংরক্ষণে সারা দেশে শ্রেষ্ঠ কুমিল্লা জেলা প্রশাসন

মাহফুজ নান্টু, কুমিল্লা : ই- নথিতে সংরক্ষণে ২৬ ক্যাটাগরিতে সারা দেশের মধ্য প্রথম স্থান অর্জন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। বাংলাদেশ সরকারের রূপকল্প সুনির্দিষ্টভাবে বাস্তবায়নের লক্ষে ই-নথির বিকল্প নেই। এতে করে অর্থ ,সময় ও অযথা হয়রানী- দূর্নীতি মুক্ত সরকারী সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছানো সম্ভব। তথ্য- প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সচিবালয় থেকে শুরু করে জেলা-উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের অনেক দফতরেই ই-ফাইলিংয়ের মাধ্যমে কাজ চলছে। দাফতরিক কাজ সহজ করতে ই- নথির বিকল্প নেই। কারন ম্যানুয়্যালি তথ্য সংরক্ষন সময় সাপেক্ষ ব্যাপার যা এবং তা রুপকল্প বাস্তবায়নের বড় অন্তরায়। তাই তথ্য প্রযুক্তি সম্পন বাংলাদেশ গড়তে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ই ফাইলিং বা ই- নথি সংরক্ষন খুব জরুরি । নিঃসন্দেহে বিষয়টি কুমিলা জেলা প্রশাসনসহ কুমিল্লাবাসীর জন্য আনন্দের। সদ্য ঘোষিত প্রাথমিক শিক্ষায় চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হওয়া এবং সম্প্রতি ই- নথি সংরক্ষনে ২৬ ক্যাটাগরিতে সারা দেশে শ্রেষ্ঠ হওয়া কুমিল্লা জেলা প্রশাসনের এমন সফলতার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর জানান, এমন খবর নিঃসন্দেহে আনন্দের। তবে এমন সফলতা আসে টিমওয়ার্কের মাধ্যমে। কুমিল্লা জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীদের চেইন অব কমান্ডে কাজ করার কারনে এমন সফলতা অর্জণ হয়েছে।

অন্যান্য সংবাদ