Skip to main content

সুয়ারেজ ৯ রিয়াল মাদ্রিদ ৮

স্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরুতে ফর্মহীনতায় ভুগেছেন লুইস সুয়ারেজ। সমালোচনা সয়েছেন। এবার সমালোচকদের জবাব দিচ্ছেন বার্সেলোনা ফরোয়ার্ড। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকোয় হ্যাটট্রিকের পর গত শনিবার রাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে জোড়া গোল করেছেন সুয়ারেজ। যারা বলেছিলেন গোল করতে ভুলে গেছেন সুয়ারেজ তাদের ভুল প্রমাণ করে রায়োর বিপক্ষে জোড়া গোল নিয়ে উরুগুয়ান তারকার লা লিগায় এ মৌসুমে গোলসংখ্যা হল ৯। যা রিয়াল মাদ্রিদের পুরো আক্রমণভাগের চেয়ে বেশি। সুয়ারেজ এখন বার্সেলোনারও টপস্কোরার। মেসির সাত গোল টপকে কাতালানদের একনম্বর গোল স্কোরার তিনি। সুয়ারেজ যেখানে একাই করেছেন নয় গোল, সেখানে রিয়ালের তিন স্ট্রাইকার করিম বেনজেমা, গ্যারেথ বেল ও মার্কো আসেনসিও মিলেও তার সমান গোল করতে পারেননি। বেল এ পর্যন্ত করেছেন চার গোল। রিয়ালের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার বেনজেমার গোল সংখ্যা তিন। আসেনসিও করেছেন মাত্র এক গোল। লা লিগায় দুর্দান্ত পারফর্ম করলেও চ্যাম্পিয়ন্স লিগে এখনও সমস্যায় আছেন সুয়ারেজ। চ্যাম্পিয়ন্স লিগে এ মৌসুমে এখনও গোলের খাতা খুলতে পারেননি। মঙ্গলবার সুযোগ পাচ্ছেন। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচে ইতালিতে সেদিন ইন্টার মিলানের বিপক্ষে খেলবে বার্সেলোনা। -ইয়াহু স্পোর্টস