শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৮, ০৯:৫২ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৮, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বব্যাংকের সঙ্গে ২০ কোটি ডলারের দুটি চুক্তি সই

সোহেল রহমান : কক্সবাজারসহ দেশের উপকূলীয়, পার্বত্য অঞ্চল ও মধ্যবর্তী জেলাগুলোতে বনভূমি সম্প্রসারণ এবং রোহিঙ্গা শিশু-কিশোরদের শিক্ষা সহায়তায় প্রদানে বিশ্বব্যাংকের সঙ্গে ২০ কোটি ডলারের দুটি চুক্তি সই করেছে বাংলাদেশ।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এই চুক্তি সই করা হয়।

চুক্তি অনুযায়ী, সাড়ে ১৭ কোটি ডলার ব্যয়ে টেকসই বন-জীবিকা প্রকল্পের আওতায় সরকারের সম্মিলিত বন ব্যবস্থাপনার মাধ্যমে প্রায় ৭৯ হাজার হেক্টর জমিতে গাছ রোপন করা হবে।

বাংলাদেশের মোট আয়তনের মাত্র ১১ শতাংশ হচ্ছে বনভূমি, যা এশিয়ার গড় বনভূমির তুলনায় কম। এশিয়ার গড় বনভূমির আয়তন হচ্ছে ২৬ শতাংশ। প্রকল্পটি বনভূমির আওতা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশকে আরও জলবায়ু সহনশীল করে তুলবে।

এছাড়া প্রকল্পটি প্রায় ৪০ হাজার দরিদ্র ও স্থানীয় পরিবারকে বিকল্প আয় সৃষ্টির মাধ্যমে আয় বাড়াতে সহায়তা করবে। এদিকে প্রায় ৭ লাখ ২৫ হাজার রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নেয়ায় কক্সবাজার জেলার প্রায় ১৩ হাজার হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকল্পের আওতায় কক্সবাজার জেলার প্রায় ১৯ হাজার ৯২৫ হেক্টর জমির গাছ পুনরুদ্ধার করা হবে।

চুক্তি অনুযায়ী, অবশিষ্ট আড়াই কোটি ডলার কক্সবাজারে অবস্থিত প্রায় সাড়ে ৩ লাখ রোহিঙ্গা শরণার্থী শিশু-কিশোরদের শিক্ষা প্রদান এবং তাদের মানসিক-সামাজিক চাহিদা পূরণ ও সুরক্ষা প্রদানে ব্যয় করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়