Skip to main content

আমিরাতে বেতন বৃদ্ধি সাড়ে ৪ শতাংশ, আগামী বছর আরো বাড়বে

রাশিদ রিয়াজ : চলতি বছর আমিরাতে সাড়ে ৪ শতাংশ বেতন বৃদ্ধির পরও এক জরিপ বলছে আগামী বছর ফের দেশটিতে বেতন বাড়তে পারে। এ বছর দেশটিতে বিজ্ঞান ভিত্তিক শিল্পতে ৫ শতাংশ বেতন বৃদ্ধি পায়। আমিরাতের বেতন জরিপ সংস্থা মারসার’এর জরিপ বলছে আগামী বছর সার্বিকভাবে বেতন বৃদ্ধি পেতে পারে ৪.৮ শতাংশ। বিশেষ করে তেল-বহির্ভুত খাতে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি। এর আগে জালানি খাতে দেশটিতে সর্বাধিক বেতন বৃদ্ধি পায়। ২০১৫ সালে জালানি খাতে ৪ শতাংশ বেতন বৃদ্ধি পায়। মারসার’এর মধ্যপ্রাচ্য বিষয়ক ক্যারিয়ার প্রডাক্টস লিডার টেড র‌্যাফল বলেন, উপসাগরীয় দেশগুলোর বাজার ক্রমশ অগ্রগতিশীল ও সমৃদ্ধ হয়ে উঠছে। বিশেষ করে আমিরাতের তেল বহির্ভুত অন্যান্য খাতের সম্প্রসারণ উল্লেখযোগ্য হয়ে উঠছে লোকবলের দক্ষতা যাচাইভিত্তিক উপযুক্ত বেতন ভাতা দেয়া ও মেধাসম্পন্ন লোকবল নিয়োগের মাধ্যমে। আমিরাতের ৫০ ভাগ কোম্পানি তাদের লোকবল বৃদ্ধি করছে। ৪৫ ভাগ কোম্পানি তাদের বর্তমান লোকবল ধরে রাখার পক্ষপাতি। উন্নয়নশীল দেশগুলোর তুলনায় আমিরাতে বেতন বাড়ছে ৫ গুণ। ব্রিটেন ও যুক্তরাষ্ট্র থেকে প্রচুর নির্বাহি ছুটে আসছেন আমিরাতে কাজের খোঁজে। ৭৮ ভাগ কোম্পানি মনে করছে আগামী বছর বেতন বৃদ্ধি পাওয়া উচিত। ৪৭ ভাগ কোম্পানি আরো উন্নত ও দক্ষ লোকবল খুঁজছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রযুক্তি খাতে আরো দক্ষ লোকবল চায় আমিরাত।

অন্যান্য সংবাদ