Skip to main content

শাক-সবজি চাষে গাইবান্ধার চাষীদের বাজিমাত

স্মৃতি খানম: আগাম শীতকালীন শাক-সবজি উঠতে শুর করেছে গাইবান্ধার হাট-বাজার গুলোতে। আমদানি কম হওয়ায় আগেভাগে বাজারে সবজি এনে এবার বাজিমাত করছেন চাষীরা। লাউ, বাঁধা কপি, ফুল কপি, মুলা ও বেগুনসহ আগাম শীতকালীন নানা শাক-সবজি নিয়ে গাইবান্ধার সাদুল্যাপুরের ধাপেরহাট বাজারে আসেন চাষীরা। আমদানি কম আর ক্রেতাদের চাহিদা থাকায় ভালো দাম পেয়ে খুশি চাষীরা। আগাম সবজি আমদানি করে বাজিমাত করলেও ইজারাদারের বিরদ্ধে হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ চাষীদের। তাদের দাবি নিয়মনীতি লংঘন করে ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছে টোল নেয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ অস্বীকার করে হাটের নানা সমস্যা-সঙ্কট তুলে ধরেন হাটের ইজারাদার। তার দাবি, পর্যাপ্ত জায়গা না থাকায় বেচা-কেনা করতে পারেন না ব্যবসায়ীরা। সহকারি ইজারাদার সাইদুর রহমান বলেন, সরকারি জায়গায় যে লাগাবো সেরকম কোন জায়গা নেই। আমরা ডিসি অফিসকে জানিয়ে ছিলাম টিএনও স্যারকেও জানিয়ে ছিলাম তারা এখন পর্যন্ত কোনো সুরাহা করেননি। মালের চাপ হলে বিশ্বরোড পর্যন্ত এখানে জ্যাম হয়। গাইবান্ধার সাদুল্যাপুরের ধাপেরহাটে সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার জেলার বড় পাইকারী সবজির হাট বসে। সূত্র: সময় টিভি