Skip to main content

আগামীকাল সোহরাওয়ার্দীতে জনসভার অনুমতি পেয়েছে ঐক্যফ্রন্ট

সাব্বির আহমেদ :  জাতীয় ঐক্যফ্রন্ট আগামীকাল মঙ্গলবার (৬ নভেম্বর) জনসভা করার অনুমতি পেয়েছে। মৌখিকভাবে অনুমতি দিয়েছে ডিএমপি কমিশনার। অনুমতি পেয়ে জনসভাস্থল পরিদর্শনে যাচ্ছে ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আব্দুস সালাম আজাদ জানান, অনুমতি পাওয়ায় পর প্রতিনিধি দল জনসভাস্থল পরিদর্শনে যাচ্ছে। এর আগে সকাল সাড়ে ১১টায় জনসভার অনুমতি নিতে ডিএমপি কমিশনারে যান জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আছেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।  

অন্যান্য সংবাদ