Skip to main content

আবদুল আউয়াল মিন্টুকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক

তরিকুল ইসলাম সুমন : ভুয়া অডিট রিপোর্ট তৈরী করে ব্যাংকসহ বিভিন্ন সরকারি দপ্তরে জমা দিয়ে ঋণ গ্রহণ, শতশত কোটি টাকা রাজস্ব ফাঁকি ও বিদেশে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধানে বিএনপির সহ-সভাপতি ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার তদন্ত কর্মকর্তা ও উপ-পরিচালক সামছুল আলম তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এর আগে গত ৩১ অক্টোবর তাকে হাজির হতে তলবি নোটিশ দিয়েছিল দুদক। ওই নোটিশ মাল্টিমোড গ্রুপের অ্যাংকর টাওয়ারের অফিস ঠিকানায় পাঠানো হয়েছিল। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করছেন। দুদক জানায়, প্রকৃত তথ্য গোপন করে একাধিক ভুয়া অডিট রিপোর্ট তৈরি করে ব্যাংকসহ বিভিন্ন সরকারি দপ্তরে জমা দিয়ে লোন গ্রহণ, শতশত কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাৎ, বিভিন্ন ব্যাংক কর্মকর্তার সহযোগিতায় সন্দেহজনক লেনদেন ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে।

অন্যান্য সংবাদ