Skip to main content

তরিকুল ইসলামকে বিএনপির শেষ শ্রদ্ধা

শিমুল মাহমুদ: বর্ষীয়ান রাজনীতিক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। সোমবার (৫ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা শেষে দলের পক্ষ থেকে তরিকুলের মরদেহে শেষ শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, গয়েশ্বর চন্দ্র রায় সহ২০ দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতির এ ক্রান্তিলগ্নে, দলের দু;সময়ে তরিকুল ইসলামের চলে যাওয়া জাতীর অপূরনীয় ক্ষতি হয়ে গেলো। অন্যায়ের সঙ্গে তিনি কখনো আপোষ করেননি। নয়াপল্টনে জানাজা শেষে তরিকুলের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে জানাজা শেষে তার মরদেহ যশোরে নিয়ে যাওয়া হবে। সোমবার বাদ আছর যশোরের ঈদগাহ মাঠে জানাজা শেষে যশোর কবরস্থানে তাকে দাফন করা হবে। রোববার বিকাল ০৫.০৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এপোলো হাসাপাতালে মারা যান বিএনপির এই বর্ষিয়ান নেতা। এছাড়া জানাজায় উপস্থিত ছিলেন,ভাইস-চেয়ারম্যান আলতাব হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাজাহান ওমর, বরকত উল্লাহ বুলু, মো. শাজাহান, শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন,সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা প্রমুখ অংশগ্রহণ নেন।

অন্যান্য সংবাদ