Skip to main content

ইতালিতে ঝড় ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩০

আব্দুর রাজ্জাক: ইতালিতে প্রচ- ঝড় ও ভারী বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। সপ্তাহব্যাপী চলমান এ দুর্যোগে অনেক পর্যটন এলাকাসহ দেশব্যাপি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় ভেনিসে সব রাস্তাঘাট তলিয়ে গেছে। ঝড়ে উপড়ে গেছে প্রায় দেড় কোটি গাছ। এমনকি গত এক দশকের মধ্যে ভেনিসে এ রকম বন্যা দেখা যায়নি।

রয়টার্স জানিয়েছে, নিহতদের ১২জন মারা গেছেন ইতালির সিসিলি দ্বীপে বন্যায়। দেশটির উপকূলীয় শহর কেস্টেলডাকিয়াতে এক বছর বয়সী, তিন বছর বয়সী ও ১৫ বছর বয়সী তিনটি শিশুর দেহ উদ্ধার হয়েছে। অন্যান্য ব্যক্তিদের বয়স ৩২-৬৫ এর মধ্যে এমনকি তাদের মধ্যে অনেকেই গাছ চাপায় কিংবা আঘাতে নিহত হয়েছেন।

উল্লেখ্য, ভেনিসের ১০০ কিলোমিটার উত্তরে বেলুনোর কাছে আল্পসে ঝড়ে কয়েক লাখ পাইন ও রেড স্প্রুস গাছ ভেঙে পড়েছে। উত্তরাঞ্চলীয় ভেনেতো এলাকায় ক্ষয়ক্ষতির পরিমান একশ’ কোটি ইউরো বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘণ্টায় ১৯০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে বিখ্যাত ভায়োলিন বনে আরো প্রায় তিন লাখ গাছ উপড়ে গেছে। এমনকি এসব ক্ষয়ক্ষতি কাঁটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে তাদের প্রায় একশ বছর প্রয়োজন হবে বলে একজন সরকারি মুখপাত্র মন্তব্য করেছেন। সিএনএন

অন্যান্য সংবাদ