শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৮, ০৫:৫৬ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৮, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐক্যফ্রন্টের সঙ্গে ফের সংলাপ বুধবার

আবুল বাশার নুরু : জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আবারও সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আগামী বুধবার সকাল এগারোটায় গণভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

রবিবার রাতে গণভবনে ১৪ দলের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ঐক্যফ্রন্ট থেকে আবারও সংলাপে বসার আগ্রহ প্রকাশ করে চিঠি দেওয়া হয়েছে। চিঠিটি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হয়েছে। আগামী ৭ নভেম্বর সংলাপের সময় দিয়েছেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, কেন, খালেদা জিয়ার নিকট আত্বীয় কেউ কী মারা গেছেন? মেডিকেল বোর্ড কী তাকে উন্নত চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দিতে বলেছে?

কাদের বলেন, এক সঙ্গে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল। আমরা এক সঙ্গে বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। গত দু’টি নির্বাচন আমরা জোটগতভাবে করেছি, সরকার গঠন করেছি। আগামী নির্বাচনেও আমরা জোটগতভাবে  অংশ নেব।

বৈঠক সূত্রে জানা গেছে, ১৪ দলের শরীকরা শেখ হাসিনার কাছে আসন বণ্টনের বিষয়টি তুললে তিনি বলেন, সম্ভাব্য বিজয়ী প্রার্থীর তালিকা জমা দিন। এমন কারো নাম দেবেন না যাদের জামানত বাজেয়াপ্ত হবে। তালিকা হাতে পেলে এব্যাপারে সিদ্ধান্ত নেব জানান শেখ হাসিনা।

বৈঠকে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, দিলীপ বড়–য়া, আনোয়ার হোসেন মঞ্জু, নজিবুল বশর মাইজভা-ারী প্রমুখ।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়