শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৮, ০৪:৪২ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৮, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের মানুষ সকলেই শান্তি চায়

সুভাষ সিংহ রায় : বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে সকলেই শান্তি চায়। বাংলাদেশে কিছু লোক আছে যারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়। বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আদালতের রায়ে কারাগারে যায় তারপরে তারা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিলো। কিন্তু মানুষ তাদের পাশে না থাকার কারণে তাদের ষড়যন্ত ব্যর্থ হয়েছে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে আমরাও চাই, কিন্তু আদালতের রায়ের বিরুদ্ধে কারো কথা বলার অধিকার নেই। সংবিধান পরিবর্তন কমিটির নিকট সকল দলের লোকরা যেয়েই মতামত প্রকাশ করে এসেছেন। আমরাও যেয়ে মতামত প্রকাশ করে আসি।

আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইয়াজুদ্দিনের সরকার ব্যবস্থার প্রেক্ষাপট এর মধ্যদিয়ে। সংলাপের মধ্যে তাদের ৭টি দফার মধ্যে একটি ছিল বেগম  খালেদা জিয়াকে মুক্তি দেয়া, এটা মোটেও সম্ভব নয়। আপনারা দেখেছেন মইনুল বলেছেন, আমরা কি তারেক জিয়ার সাথে দেখা করবো নাকি, আমরাতো তার নেতৃত্ব ধ্বংস করতে চাই। বর্তমান রাজনীতি একটি নীল নকশার মধ্যে চলে গেছে।

বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে সকলেই শান্তি চায়, তাই প্রধানমন্ত্রী বলেছেন, আসুন আমরা সবাই মিলেমিশে দেশ গড়ি। যদি কোন দল বা কোন গোষ্ঠী তার বিরোধিতা করে তাহলে তাদের জনপ্রিয়তা বিলীন হয়ে যাবে। বাংলাদেশের মানুষ তাদেরকে কোনদিন ক্ষমা করবে না।

পরিচিতি : রাজনৈতিক বিশ্লেষক/মতামত গ্রহণ : মুহাম্মদ নাঈম/সম্পাদনা : রেআ

  • সর্বশেষ
  • জনপ্রিয়