Skip to main content

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে পদযাত্রার কর্মসূচি বাম জোটের

রফিক আহমেদ : বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সাতক্ষীরার ডিসি, এসপির অপসারণ দাবিসহ অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ৬ নভেম্বর দেশব্যাপী পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছেন। রোববার সকাল ১১টায় পল্টনস্থ মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, সাতক্ষীরার জনপদে দীর্ঘদিন ধরে এক ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। ২০১৩-১৫ সালের দিকে সেখানে মৌলবাদী জঙ্গিগোষ্ঠীর তা-বে জনপদ অস্থির ছিল। আর এখন সেখানকার জনগণ রাষ্ট্রীয় বাহিনীর অত্যাচার নির্যাতনে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। তিনি আরো বলেন- আমরা সাতক্ষীরার পূর্বাপর বিরোধী মত দমনের রাষ্ট্রীয় বাহিনীর এহেন নির্যাতন, মিথ্যা মামলা হয়রানী, গ্রেফতার বাণিজ্যের এবং এসপি-ডিসি’র বাম জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণের নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে এ ধরনের অসৌজন্যমূলক ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য সাতক্ষীরার এসপি মো. সাজ্জাদুর রহমান, জেলা প্রশাসক মোস্তফা কামালের অবিলম্বে প্রত্যাহার ও অপসারণ দাবি করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিবি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশররফ হোসেন নান্নু ও সম্পাদকম-লীর সদস্য আজিজুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় নেতা মোমিনুর রহমান বিশাল।

অন্যান্য সংবাদ