Skip to main content

এরশাদের শাসন আমল ছিল স্বর্ণযুগ : মীর আবদুস সবুর আসুদ

মোঃ ইউসুফ আলী বাচ্চু: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ বলেছেন, ঢাকা-০৫ নির্বাচনী মূলত উন্নয়ন, সফল রাষ্ট্রপতি এরশাদের শাসন আমলে ছিল স্বর্ণযুগ। সায়েদাবাদ বাস টার্মিনাল, সায়েদাবাদ পানি শৌধনাগার, সায়েদাবাদ স্টেডিয়াম, মুক্তি স্বরণী, জনপদ, শহীদ ফারুক রোড, ধোলাইখাল সড়ক এলাকার অসংখ্য উন্নয়ন সহ গ্যাস বিদ্যুতের সংযোগ, রাস্তা-ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মজসিদ, মন্দির প্রভুত কর্মযগ্য পল্লীবন্ধুর অবদানের কাছে এলাকার মানুষ ঋনী হয়ে আছে। মানুষ পল্লীবন্ধুর শাসন আমল ফিতে পেতে চায়। তার ঋণ শোধ করতে চায়, লাঙ্গলে ভোট দিতে চায়। নেতাকর্মীদের উদ্দেশ্যে আসুদ বলেন, জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে কাজ করে এ ফসল জাতীয় পার্টির লাঙ্গলের ঘরে তুলতে হবে। রবিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী, ধলপুর জাতীয় পার্টি যাত্রাবাড়ী থানা কার্যালয়ে এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যাত্রাবাড়ী থানা সভাপতি মোঃ আক্তার হোসেন দেওয়ান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি মহানগর ও থানা নেতা- আবুল হোসেন, মামুন হোসেন মোল্যা, বেলায়েত হোসেন খসরু, তকদির হোসেন সেন্টু ও মনিরুল হক ভুইয়া প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ সালাম, জাহাঙ্গীর, হাসান, দুলাল, সেলিম, মোঃ খোকন, মোঃ ফারুক, জাকির, ফারুক, মিন্টু, দেলোয়ার, নাদিম, ডালিম, রোজ, ফারুক, শহিদ, প্রমুখ।

অন্যান্য সংবাদ