Skip to main content

সৌদি বিনিয়োগ নেবেনা টেসলা : এলন মাস্ক

নূর মাজিদ : ভিন্নমতালম্বি সৌদি সাংবাদিক জামাল খাসোগজির হত্যার প্রেক্ষাপটে সৌদি বিনিয়োগ গ্রহণ করবেনা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলা। গত শুক্রবার টেসলার শীর্ষ নির্বাহী এলন মাস্ক মার্কিন গণমাধ্যম রি-কোডের প্রতিনিধি কারা সুইশারকে দেয়া এক সাক্ষাৎকারে মাস্ক এমন কথা জানান। এসময় তিনি বলেন, ইতোপূর্বে টেসলার বেসরকারিকরনের উদ্যোগে একাধিকবার বিনিয়োগের প্রস্তাব দেয় সৌদি আরবের জাতীয় বিনিয়োগ তহবিল। এই সময় পুঁজিবাজারে টেসলার ৫ শতাংশ শেয়ার কিনে নেয় সৌদি আরব। তবে সাংবাদিক জামাল খাসোগজির পূর্বপরিকল্পিত হত্যাকান্ডের প্রেক্ষাপটে বর্তমানে আর সৌদি বিনিয়োগ নিতে আগ্রহী নয় টেসলা। সৌদি সরকারের একজন উন্মুক্ত সমালোচক হিসেবে পরিচিত মাস্ককে কারা সুইশার ইস্তাম্বুলস্থ সৌদি কূটনৈতিক মিশনে জামাল খাসোগজির হত্যা নিয়ে সরাসরি প্রশ্ন করলে তিনি এমন জবাব দেন। এসময় মাস্ক বলেন, সৌদি সরকারের নীতির সঙ্গে দেশটির সাধারণ মানুষের মতাভেদের পার্থক্য করা অতীব জরুরী। মাস্ক বিশ্বাস করেন, নিহত সাংবাদিক ও লেখক জামাল খাসোগজির মতোই সৌদি আরবের অসংখ্য নাগরিক দেশটির সরকারের অগণতান্ত্রিক চর্চার তীব্র বিরোধী। খাসোগজির হত্যাকে ‘চরম নিন্দনীয়’ বলে অভিহিত করে মাস্ক বলেন, এই মুহূর্তে সৌদি আরবের বিনিয়োগ নেওয়ার পূর্বে গভীর পর্যালোচনা করে দেখবে টেসলা। তবে এমন বিনিয়োগ না নেওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে বলেই তিনি জানিয়েছেন। সিএনবিসি

অন্যান্য সংবাদ