শিরোনাম
◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৮, ০৪:০০ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৮, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি বিনিয়োগ নেবেনা টেসলা : এলন মাস্ক

নূর মাজিদ : ভিন্নমতালম্বি সৌদি সাংবাদিক জামাল খাসোগজির হত্যার প্রেক্ষাপটে সৌদি বিনিয়োগ গ্রহণ করবেনা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলা। গত শুক্রবার টেসলার শীর্ষ নির্বাহী এলন মাস্ক মার্কিন গণমাধ্যম রি-কোডের প্রতিনিধি কারা সুইশারকে দেয়া এক সাক্ষাৎকারে মাস্ক এমন কথা জানান। এসময় তিনি বলেন, ইতোপূর্বে টেসলার বেসরকারিকরনের উদ্যোগে একাধিকবার বিনিয়োগের প্রস্তাব দেয় সৌদি আরবের জাতীয় বিনিয়োগ তহবিল। এই সময় পুঁজিবাজারে টেসলার ৫ শতাংশ শেয়ার কিনে নেয় সৌদি আরব। তবে সাংবাদিক জামাল খাসোগজির পূর্বপরিকল্পিত হত্যাকান্ডের প্রেক্ষাপটে বর্তমানে আর সৌদি বিনিয়োগ নিতে আগ্রহী নয় টেসলা।

সৌদি সরকারের একজন উন্মুক্ত সমালোচক হিসেবে পরিচিত মাস্ককে কারা সুইশার ইস্তাম্বুলস্থ সৌদি কূটনৈতিক মিশনে জামাল খাসোগজির হত্যা নিয়ে সরাসরি প্রশ্ন করলে তিনি এমন জবাব দেন। এসময় মাস্ক বলেন, সৌদি সরকারের নীতির সঙ্গে দেশটির সাধারণ মানুষের মতাভেদের পার্থক্য করা অতীব জরুরী। মাস্ক বিশ্বাস করেন, নিহত সাংবাদিক ও লেখক জামাল খাসোগজির মতোই সৌদি আরবের অসংখ্য নাগরিক দেশটির সরকারের অগণতান্ত্রিক চর্চার তীব্র বিরোধী। খাসোগজির হত্যাকে ‘চরম নিন্দনীয়’ বলে অভিহিত করে মাস্ক বলেন, এই মুহূর্তে সৌদি আরবের বিনিয়োগ নেওয়ার পূর্বে গভীর পর্যালোচনা করে দেখবে টেসলা। তবে এমন বিনিয়োগ না নেওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে বলেই তিনি জানিয়েছেন। সিএনবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়