Skip to main content

ইস্টলন্ডনের বাঙ্গালী পাড়া থেকে আবারো বাংলাদেশী স্কুলছাত্রী নিখোঁজ

সাইদুল ইসলাম, যুক্তরাজ্য : লন্ডনের বাংলাদেশী অধ্যুসিত ইস্টলন্ডনের নিউহাম থেকে ১৪ বছর বয়সী এক বাংলাদেশী বংশদ্ভূত স্কুলছাত্রী গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে নিখোঁজ রয়েছে। মেয়ের বাবার পারিবারিক বন্ধু টাওয়ার হ্যামলেটস বাবার সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদের বরাতে জানা যায়, প্রতিদিনের ন্যায় সে স্কুল থেকে গতকালও বাসায় ফিরে। কিন্তু গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বাহিরে যাওয়ার সময় তার পরনে ছিল বেগুনি রঙের সুয়েটার ও সী ব্লু হেট। তবে কি কারনে মেয়েটি নিখোঁজ হলো সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। মেয়ের বাবার নাম মুহসিন এবং তিনি একজন কমিউনিটি একটিভিস্ট। তার বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়। উল্লেখ্য ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রীন থেকে ৩ স্কুলছাত্রী নিখোঁজ হয়েছিলেন। পরে তারা আইএসে যোগ দিতে সিরিয়ায় যায় বলে জানা যায়।

অন্যান্য সংবাদ