Skip to main content

এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ভরসা

রমজান আলী : ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি ও সহ-সভাপতিদের অনুপস্থিতিতে বর্তমানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনটির পরিচালক মো. শফিকুল ইসলাম ভরসাকে। রোববার এফবিসিসিআই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। শফিকুল ইসলাম ভরসা ৪ নভেম্বর থেকে এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। শফিকুল ইসলাম ভরসা বাংলাদেশ পেপার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে এফবিসিসিআইয়ের একজন পরিচালকের দায়িত্ব পালন করছেন। ভরসা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক শফিকুল ইসলাম ভরসা। ভরসা কনজ্যুমার প্রোডাক্টস নামেও ব্যবসা আছে তার।

অন্যান্য সংবাদ