শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৮, ০৩:৫০ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৮, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় প্রান্তিকে দ্বিগুণ মুনাফা ওয়ারেন বাফেটের প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথওয়ের

নূর মাজিদ : মার্কিন বিনিয়োগ সংস্থা বার্কশায়ার হ্যাথওয়ের জানিয়েছে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তারা দ্বিগুণ মুনাফা করেছে। যা ধনকুবের ওয়ারেন বাফেট পরিচালিত সংস্থাটির দ্বিতীয় প্রান্তিকের আয়ের চাইতেও বেশি। তৃতীয় প্রান্তিকের শেষে ট্রা¤েপর কর রেয়াত এবং বীমার আয় প্রতিষ্ঠানটির এমন সাফল্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। এই প্রান্তিকের শেষে কো¤পানিটি ৬৮৮ কোটি ডলার মুনাফা অর্জন করেছে, যা ওয়াল স্ট্রিটের প্রত্যাশার চাইতেও বেশি। ইতোপূর্বে, ওয়াল স্ট্রিটের পূর্বাভাষে তৃতীয় প্রান্তিকে কো¤পানিটি ৬১১ কোটি ডলার আয় করবে এমন কথা জানানো হয়। ২০১৭ সালের একই সময় কো¤পানিটির মুনাফার পরিমাণ ছিল ৩৪৪ কোটি ডলার।

তৃতীয় প্রান্তিকে স্থায়ী মুনাফা বৃদ্ধির প্রেক্ষাপটে বিনিয়োগ প্রতিষ্ঠানটি পুনরায় ৯২ কোটি ৮০ লাখ ডলারের শেয়ার পুনরায় কিনেছে। একই সময় কো¤পানিটির বীমা খাতের আয় হয়েছে ৪৪ কোটি ১০ লাখ ডলার। ২০১৭ সালের একই প্রান্তিকে বীমা আয়ে ১৪০ কোটি ডলার লোকসান করেছিল বার্কশায়ার হ্যাথওয়ে। বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী বলে পরিচিত ওয়ারেন বাফেটের প্রতিষ্ঠানের এমন সাফল্য স¤পর্কে সিয়াটলভিত্তিক স¤পদ ব্যবস্থাপনা তহবিল স্মিয়াড ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান বিল স্মিয়াড বলেন, ‘তৃতীয় প্রান্তিকে কোন মার্কিন কো¤পানির এই পরিমাণ আয়বৃদ্ধির ঘোষণা নিঃসন্দেহে একটি নতুন রেকর্ড।’
স্মিয়াড বলেন, অয়ারেন বাফেট বিনিয়োগকারীদের বলেছেন, আয়কর নীতির পরিবর্তন দীর্ঘমেয়াদে বার্কশায়ার হ্যাথওয়ে কো¤পানির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। সিএনবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়