শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৮, ০২:২৩ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৮, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে বোমা ফাঁটিয়ে রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন

খোকন আহম্মেদ, বরিশাল : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার গৌরনদী উপজেলার তিনটি ইউনিয়নে অসংখ্য বোমার বিস্ফোরন ঘটিয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক কেটে যোগাযোগ বিচ্ছিন্নের ঘটনায় পৃথকভাবে তিনটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে বিস্ফোরক ও নাশকতার আইনে থানায় দায়ের করা মামলায় বিএনপির ১৩৬জন নেতাকর্মী ও সমর্থককে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সজল সরকারের বাড়ির কাছে মাহিলাড়া-নলচিড়া সড়কের লালপোল নামকস্থানে সড়ক কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে। একইসময় ৪/৫টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃর্ত্তরা ধানের শীষের পক্ষে শ্লোগান দিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাদি হয়ে সজল সরকারকে প্রধান আসামি করে ৩১ জন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

একইদিন রাতে গৌরনদী-হোসনাবাদ সড়কের উত্তর হোসনাবাদ গ্রামের ষ্ট্রীমারঘাট নামকস্থানের সড়ক কেটে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে হাওলাদার বাড়ি সংলগ্ন ব্রিজের কাছে ১০/১২টি বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সরিকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকন বাদি হয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি মঞ্জুর হোসেন মিলনসহ বিএনপির ৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ওইদিন রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল গ্রামের দ্বীনবন্ধু সাহার বাড়ির কাছে দীঘিরপাড় নামকস্থানের ইল্লা-দোনারকান্দি সড়ক কেটে যোগযোগ বিচ্ছিন্ন করে ৫/৬টি বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব মাতুব্বর বাদি হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি আকন ছিদ্দিকুর রহমানসহ বিএনপির ৫৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, উপজেলা সদরে কর্মীসভা শেষে শুক্রবার দিবাগত রাতে বিভিন্ন এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ি ফিরছিলো। ওই তিন এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ি যাবার পথিমধ্যে ওই তিনস্থানে দেখতে পায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা রাস্তা কেটে বিচ্ছিন্ন করছে। এসময় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করে বোমার বিস্ফোরণ ঘটায়।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিএনপিকে দূরে সরিয়ে রাখতেই গায়েবী মামলার অংশহিসেবে এসব মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়