শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৮, ০১:১৫ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৮, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইভিএম বিধিমালা চূড়ান্ত করা নিয়ে ইসির বৈঠক শুরু

সাইদ রিপন : ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিধিমালা চূড়ান্ত করতে গতকালের মূলতবি করা কমিশন বৈঠক শুরু হয়েছে। রবিবার আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে বিকাল তিনটায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কে এম নূরুল হুদা ও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী উপস্থিত আছেন।
শনিবার সন্ধ্যায় ইসির বৈঠক শেষে ইসি সচিব বলেন, আজ ইভিএম ব্যবহারের বিধিমালা নিয়েও বৈঠকে সবিস্তারে আলোচনা হয়েছে। শনিবারের মুলতবি করা বৈঠক রবিবার বিকাল তিনটায় বসবে। ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সার্বিক বিষয়ে।’

মূলতবি করা বৈঠক শেষে আর একটি বৈঠক হওয়ার কথা সে বৈঠকে জাতীয় নির্বাচনের তফসিল কবে হবে সে ব্যবাপারে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

এ ব্যপাবে গতকাল একাদশ সংসদ নির্বাচনের তফসিল প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘রোববার বিকেল চারটায় একটি বৈঠক করে আলোচনা করা হবে। তফসিল নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত হবে। আশাকরি, এ সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করা হবে।

বিএনপির গঠনতন্ত্রের ব্যাপারে আদালতের রায় ও আদালত খালেদা জিয়ার রায়ের ব্যাপারে যে পর্যবেক্ষণ দিয়েছে সেব্যপারেও বৈঠকে আলোচনা কর হবে বলে সচিব জানান।

আর চলমান সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনের কাছে জাতীয় ঐক্যফ্রন্টের সুপারিশ প্রসঙ্গে হেলালুদ্দীন বলেন, ‘এ বিষয়ে এখনও আমরা অবহিত হইনি। আমি সচিব হিসেবেও অবহিত হইনি। আগামীকাল বিকালে এ বিষয়গুলো কমিশন সভায় উপস্থাপন করবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়