Skip to main content

ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে নামাজ পড়লে সেটি আবার আদায় করতে হয়

ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে নামাজ পড়লে সেটি আবার আদায় করতে হয়
আল আমিন : নামাজ শুদ্ধ হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে ওয়াক্ত হওয়া। ওয়াক্তের আগে নামাজ পড়লে নামাজ হবে না। দোহরাতে হবে। অর্থাৎ পুনরায় সেটি আবার পড়তে হবে। অনেক নামাজ একসাথে জমা করে পড়া যায় না। কাজা হয়ে যায়। অকারণে কাজা করা অনেক গোনাহের কাজ। নামাজ হবে, তবে গোনাহসহ। এরকম অভ্যাস করে নিলে নামাজ না পড়ার সমান গোনাহ হবে। সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।