শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৮, ১২:৫০ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৮, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে নারীদের গাড়ি ব্যবহারে বিক্রি বেড়েছে ৮ শতাংশ

রাশিদ রিয়াজ : সৌদি আরবে গাড়ি চালাতে নারীদের অনুমতি দেয়ার পর বাজারে গাড়ি বিক্রি ৮ শতাংশ বেড়েছে। গ্লোবাল রিসার্চ কোম্পানি আরানকা’এর জরিপে বলা হচ্ছে নারীরা গাড়ি চালানোর অনুমতি দেয়ার অন্যতম লক্ষ্য ছিল ভোক্তাদের ক্রয়ক্ষমতার ব্যবহার। তেলের মূল্য কমে যাওয়ায় সৌদি অর্থনীতি যে বিপাকে পড়েছে তা চাঙ্গা করার জন্যে এবং নারীদের কর্মসংস্থানে এধরনের সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ২০২২ সাল পর্যন্ত সৌদি গাড়ি বিক্রি ৮ শতাংশ হারে বাড়তে থাকবে বলে জরিপে বলা হচ্ছে। আরব বিজনেস

এছাড়া সৌদি আরবের জনসংখ্যার যে ২০ ভাগ নারী রয়েছে তাদের মধ্যে থেকে ২০২০ সাল নাগাদ ৩০ লাখ গাড়ি চালক তৈরির জন্যে প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। গত বছর সৌদি গাড়ির বাজার ছিল ৭.৪ বিলিয়ন ডলারের। গাড়ির সংখ্যা ছিল ৭.৩ মিলিয়ন। বছরে সৌদিতে ৪ লাখ ৩৮ হাজার যাত্রীবাহী কার ও ১ লাখ ১০ হাজার বাণিজ্যিক যানবাহন বিক্রি হয়। বছরে গাড়ির যন্ত্রাংশ ও টায়ার বিক্রি হয় ২.২ বিলিয়ন ডলার।

আরানকা’র জরিপ বলছে ২০২২ সালে সৌদিতে গাড়ির সংখ্যা দাঁড়াবে ১০ মিলিয়ন বা ১ কোটি। এরমধ্যে কার’এর সংখ্যা হবে ৬.৫ মিলিয়ন ও বাণিজ্যিক যানের সংখ্যা হবে সাড়ে ৩ মিলিয়ন। আর গাড়ির যন্ত্রাংশের বাজার বেড়ে যাবে ৬ শতাংশ হারে ৯.৮ বিলিয়ন ডলারে। শুধু মক্কা ও মদিনায় ওই সময় দশ লাখ নারী গাড়ি চালাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়