শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৮, ১১:৩৫ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৮, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি ঐক্যফ্রন্টে যাওয়ায় ২০ দলীয় জোটে প্রভাব পড়েছে কি?

সাজিয়া আক্তার : ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপি যুক্ত হওয়ার পর থেকেই হতাশা বাড়ছে ২০ দলীয় জোটে। কোনো কোনো শরীক দলের নেতা এরই মধ্যে বলতে শুরু করেছেন, ঐক্যফ্রন্টের সঙ্গে যুক্ত হওয়ায় বিএনপির মর্যাদা ক্ষুন্ন হয়েছে। প্রশ্ন উঠেছে তাহলে কি ঐক্যফ্রন্টের তৎপরতায় নতুন সংকটে ২০ দলীয় জোট? সূত্র : এটিএন নিউজ

নির্বাচনের তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। ১ নভেম্বর প্রধানন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের বহু প্রতীক্ষিত সংলাপ নিয়ে প্রথম দিনেই অসন্তুষ্টির কথা জানিয়েছে বিএনপি। ২০ দলীয় জোট থাকলেও, বিএনপি এককভাবে এই ঐক্যফ্রন্টের সদস্য। আর তাই ২০ দলীয় জোটের শরিকরা এখন তাকিয়ে আছে বিএনপির দিকে।

গত ২ মাস ধরে প্রথমে যুক্তফ্রন্ট এবং পরে ঐক্যফ্রন্টের পেছনে ব্যতিব্যস্ত বিএনপি। এ সময় ২০ দলীয় জোটের ২-১ টি বৈঠক হলেও তা ছিল আনুষ্ঠানিকতা মাত্র। এটিকে কীভাবে নিচ্ছে ২০দলীয় জোটের অন্য নেতারা?

এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, এককভাবে যে কোনো কর্মসূচি পালন করার সক্ষমতা রাখে বিএনপি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এটি, এতে কোনো সন্দেহ নেই। কী কারণে তারা ঐক্যজোটে গিয়েছেন, তা আমরা জানি না, এ ব্যাপারে আমাদের সাথে তেমন কোনো আলোচনা হয়নি। ঐক্যজোটে যাওয়ার পরেই ২০ দলীয় ঐক্যজোটে মিটিং হয়েছে, সেখানেই তাদের আলোচনা হয়েছে। তাদের উচিত ছিলো ঐক্যজোটে যাওয়ার আগে সকলের সাথে পরামর্শ করা। কিন্তু সেটা হয়নি। বিএনপি যদি লাভবান হয় এবং আমাদের যদি ক্ষতি হয়, তবে আমাদের কোনো আপত্তি নেই। বিএনপি ২০ দলীয় ঐক্যজোটকে যেভাবে গুরুত্ব দেওয়া উচিত, সেভাবে ২০ দলীয় জোট গুরুত্ব পায়নি।

২০ দলীয় জোটে থাকা দলগুলোর মধ্যে কেবল ৮ টি দলের নিবন্ধন আছে। জোটের বেশিরভাগ দলেরই সাংগঠনিক শক্তিও সীমিত। ফলে তাদের নির্বাচনে অংশ নেয়া বা আসন ভাগাভাগি বিষয়টি বিএনপির ইচ্ছার উপরেই নির্ভর করছে। আর তাই হয়তো হতাশা থাকলেও প্রকাশ্যে এখনেই সব বলতে চান না জোট নেতারা।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেন, জোটের ভেতরে যারা যোগ্য এবং নির্বাচিত হয়ে আসার মতো যাদের অবস্থা রয়েছে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।

আগামী নির্বাচনে বিএনপিকে ঐক্যফ্রন্টের সঙ্গে আসন ভাগাভাগির দর কষাকষিতে নামতে হবে। এক্ষেত্রে সেই প্রভাব পড়বে ২০ দলীয় জোটের উপরেও। নিবন্ধন বাতিল হলেও জামায়াতে ইসলামের সঙ্গেও একটা কঠিন সমীকরণে আসতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়