Skip to main content

সেই উদ্যানে

বিভুরঞ্জন সরকার : যে উদ্যানে তর্জনী তুলে তীব্র গর্জনে জনক শাসিয়েছিলেন বাঙালির দুষমনদের, যে উদ্যানে বজ্রকন্ঠে উচ্চারিত হয়েছিল স্বাধীনতা ও মুক্তির বাণী, যে উদ্যানে রাজনীতির কবি রচেছিলেন জীবনের শ্রেষ্ঠ কাব্যখানি, যে উদ্যানে উদ্ধত পাকি সৈন্যরা বাঙালির পায়ে নতমুখে করেছিল আত্মসমর্পণ, সেই উদ্যান আজ করুণ বিস্ময়ে ম্লানমুখে দেখে বিপরীত জনস্রোতের অন্যায্য আস্ফালন। হে উদাস উদ্যান, তোমার উদার বুক বেদখল হলো নিষ্ঠুর এক বিশ্বাসের কাছে। প্রতিজ্ঞার সাহসী পদভারনত, জয়ের উল্লাসনৃত্যে মাতোয়ারা উদ্যান আজ হলো পরাজিত। ভেতর থেকে বেসামাল কান্নার রোল ফেটে বেরুতে চায়। পারে না। চারপাশে যেন গভীর অন্ধকার গহ্বর। হে মেহেরবান জগৎপালক ক্ষমা করো, আমাদের পিছু হটা, আমাদের লজ্জা, অকাল বরষায় আমাদের স্নাত করে গ্লানি মুছে দাও অবিরল জলধারায়।

অন্যান্য সংবাদ