শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৮, ১০:১০ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৮, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব-তামিম-মুশফিককে বিশেষ সম্মাননা দিবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রানের মাইলফলকে পা রাখার অসামান্য কৃতিত্বের কারণে তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমকে বিশেষ সম্মাননা প্রদান করবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট চলাকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। তিনি জানিয়েছেন ঢাকাতে অনুষ্ঠিতব্য শেষ টেস্টের সময়েই সম্মাননা প্রদান করা হবে এই তিন ক্রিকেটারকে। সাকিবদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং ব্লেজার তুলে দিবেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। এই প্রসঙ্গে মল্লিক বলেছেন, ‘ঐ তিনজনকে একটি সম্মাননা দেয়া হবে। দ্বিতীয় টেস্টের কোনও এক সময়ে বিরতিতে বোর্ড সভাপতি একটি করে ক্রেস্ট ও ব্লেজার তুলে দিবেন। ওরা ১০ হাজার রান করেছেন তিন ফরম্যাটে। এটা ওদের জন্য যেমন সম্মানের, দেশের জন্যও এটা বিরাট সম্মানের।’

মূলত সাকিব, তামিম, মুশফিকদের সম্মাননা প্রদানের মাধ্যমে আগামী প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রেরণা যোগাতে চায় বোর্ড। মল্লিকের ভাষ্যমতে, ‘এই সাফল্য তো ঈর্ষণীয়। তরুণ খেলোয়াড়রা প্রত্যেকেই চাইবে এমন পর্যায়ে যাওয়ার জন্য। এরা তো তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় আদর্শ। এসব চিন্তা করলে এটি অবশ্যই তরুণদের উৎসাহিত করবে।’

উল্লেখ্য গত মাসে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে দশ হাজারি রানের মাইলফলক স্পর্শ করেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মুশফিকের পূর্বেই অবশ্য এই কীর্তি নিজেদের করে নিয়েছিলেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়