Skip to main content

ইরানের ওপর সকল নিষেধাজ্ঞা পুনর্বহালে ট্রাম্পের প্রশংসায় ইসরায়েল

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: ইরানের ওপর সকল নিষেধাজ্ঞা পুনর্বহালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। শনিবার একটি বিবৃতিতে এ প্রশংসা জানালেন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, ঐতিহাসিক এ মুহূর্তের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে অসংখ্য ধন্যবাদ। বিগত কয়েকবছর ধরে ইরানের ওপর সকল নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য অনুরোধ জানিয়ে আসছিলেন তিনি। তিনি আরো বলেন, গত আগস্টে দেয়া প্রথম দফা নিষেধাজ্ঞার কারণে ইরানে দ্রুত দরপতন হচ্ছে। এর ফলে ক্ষতির মুখে পড়ছে দেশটির অর্থনীতি। এর আগে গত মে মাসে ইরান পরমাণু চুক্তি থেকে বের হয়ে আসে যুক্তরাষ্ট্র। সেসময়ই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর সকল অবরোধ পুনর্বহালের হুমকি দেন। এদিকে এ চুক্তি থেকে বের হয়ে আসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোসহ পরমাণু শক্তিধর প্রায় সকল দেশ এর সমালোচনা করলেও যুক্তরাষ্ট্রের পাশে ছিল মিত্রদেশ ইসরায়েল। ইয়ন

অন্যান্য সংবাদ