শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৮, ০৯:১২ সকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৮, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪২ মাস পর ইনিংসে পাঁচ উইকেট তাইজুলের

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ দলের স্বীকৃত একমাত্র টেস্ট বোলার হিসেবে খ্যাত তাইজুল ইসলাম। বাঁ হাতি এ স্পিনার উইকেট শিকারের পাশাপাশি দীর্ঘ সময় হাত ঘোরানোর ক্ষমতা রাখেন। বল হাতে নিয়মিত উইকেট শিকার করলেও ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেটের দেখা পাচ্ছিলেন না অনেকদিন থেকেই। দীর্ঘ ৪২ মাস পর সেই অপূর্ণতা দূর করলেন সিলেট টেস্টে।

টেস্ট ক্যারিয়ারে সাড়ে তিন বছর পর ইনিংসে ৫ বা ততোধিক উইকেট শিকার করলেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। সিলেটের অভিষেক টেস্টের দ্বিতীয় দিন জিম্বাবুয়ের বিপক্ষে ১০৮ রানে ৬ উইকেট শিকার করেন তিনি। ক্যারিয়ারে চতুর্থবার ও জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয়বারের মত পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তাইজুল।

২০১৪ সালে সেপ্টেম্বরে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তাইজুলের। নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ৪৭ ওভার বল করে ১৩৫ রানে ৫ উইকেট নেন তিনি। ক্যারিয়ারে দ্বিতীয় পাঁচ বা ততোধিক উইকেট নিতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাইজুলকে। অভিষেক হওয়া বছরের অক্টোবরে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে ৮ উইকেট নেন এই বাঁ-হাতি স্পিনার। সেটিই তার ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার। ২০১৫ সালের এপ্রিলে খুলনায় পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ১৬৩ রানে ৬ উইকেট নেন তিনি। সেটি ছিলো তার ক্যারিয়ারে তৃতীয়বারের মত পাঁচ বা ততোধিক উইকেট।

এরপর নিয়মিত উইকেট শিকার করলেও, পাঁচ বা ততোধিক ব্যাটসম্যানকে নিজের ঝুলিতে ভরতে পারছিলেন না তাইজুল। অবশেষে সাড়ে তিন বছর পর, টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মত পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৯ দশমিক ৩ ওভার বল করেন তাইজুল। তার শিকার হন ব্রায়ান চারি, ব্রেন্ডন টেইলর, রেজিস চাকাবভা, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস ও তেন্ডাই চাতারা। প্রথম দিন তাইজুলের বোলিং পরিসংখ্যান ছিলো ২৭ ওভারে ৮৬ রানে ২ উইকেট। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট নেন তাইজুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়