শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৮, ০৮:০০ সকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৮, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষা পরিবারে কওমী মাদ্রাসাকে স্বাগত জানালেন শিক্ষামন্ত্রী

মো. ইউসুফ আলী বাচ্চু : কওমী মাদ্রাসার আশা আকাঙ্খা প্রতিষ্ঠিত হয়েছে এমন কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কওমী মাদ্রাসাকে দেশের শিক্ষা পরিবারে স্বাগত জানিয়েছেন। রোববার আল্লাহ হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ আয়োজিত শোকরানা মাহফিলের উদ্ধোধনী বক্তব্যে তিনি স্বাগত জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আপনারা যা যা চেয়েছেন, যেভাবে চেয়েছেন সেভাবেই সব কিছু করা হয়েছে। আপনারা যা লিখে দিয়েছেন সেইভাবেই বাস্তবায়ন হয়েছে।

তিনি বলেন, ৯ বছর আগে আপনারা দাবি জানিয়েছেন। দীর্ঘ সময় প্রধানমন্ত্রী এটা নিয়ে কাজ করেছেন। আমাকে প্রস্তুত করে আপনাদের আকাঙ্খা পূরণে সফল হয়েছি।

একই মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এমন কোন গ্রাম নেই যেখানে কওমী মাদ্রাসা নেই।

তিনি বলেন, ২০১০ সালে আপনাদা একত্রিত হলেন, তারপরে কেন জানি থমকে গেলেন। তবুও আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।

কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ সনদ সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রি সমান স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়ার জন্য শোকরানা মাহফিলের আয়োজন করা হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সভাপতিত্ব করছেন আল্লাহ হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহম্মদ শফী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়