শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৮, ০৬:৩০ সকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৮, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার স্কুলছাত্র সুভাষ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

জামাল হোসেন খোকন: চুয়াডাঙ্গা পান্না সিনেমা হলের পাশে নামযজ্ঞ অনুষ্ঠান দেখতে এসে হত্যার শিকার স্কুলছাত্র সুভাষ কুমার হত্যাকাণ্ডের সাথে জড়িত তিন যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। নিহত স্কুল ছাত্র–চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬৩ আড়িয়া গ্রামের গণেশ চন্দ্রের ছেলে সুভাষ (১৮)।

পুলিশ সুত্র থেকে জানা গেছে, চুয়াডাঙ্গা পুলিশের একটি চৌকস দল শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত থাকার অপরাধে তিন যুবককে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, শহরের ফার্ম পাড়ার মকবুল হোসেনের ছেলে সুমন (১৮), সিনেমা হল পাড়ার মিরাজুল ইসলামের ছেলে ইরাক (১৭) ও নুরনগর কলোনী পাড়ার ফুয়াদ হোসেনের ছেলে ফরহাদ (২০)।

চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২৪ অক্টোবর রাতে নামযজ্ঞ অনুষ্ঠানে এসে সুভাষ নামের এক ছাত্র নিহত হয়। পরদিন সকালে নামযজ্ঞ অনুষ্ঠানের পাশের এক গলি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর থেকে হত্যার মোটিভ উদ্ধারে নামে পুলিশ। অনুষ্ঠানের পাশে সিসি ক্যামেরার ফুটেজের সুত্র ধরে হত্যার সাথে জড়িত তিন যুবককে শনিবার রাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন, ইরাক ও ফরহাদ হত্যা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলে সুভাষের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনতাই করতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়