শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৮, ০৬:৫৮ সকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৮, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সংলাপ সফল হলে বেশি ক্ষতি এরশাদের’

রবিন আকরাম : নগর পরিকল্পনাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ সফল হলে সেটি সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির ক্ষতি। তিনি মনে করেন, এ কারণেই দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংলাপ নিয়ে নেতিবাচক কথা বলছেন।

চ্যানেল আইয়ে ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘উনি (এরশাদ) একটা দলের প্রধান হয়ে সংলাপ স্বার্থক হবে না, বলাটা ঠিক হয়নি। তিনি এই বিষয় নিয়ে চুপ থাকতে পারতেন।’

‘যদি আলোচনা সফলতার মুখ দেখে তাহলে সব থেকে বেশি লুজার হবে জাতীয় পার্টি। তাই এরশাদের বক্তব্য তার দিক থেকে ঠিকই আছে। আবার যাতে এটা ব্যর্থ হয় সেই প্রচেষ্টাও তিনি তার দিক থেকে চালাবেন একথাও তার অতীত থেকে আমরা বিশ্বাস করি।’

২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত জোট অংশ না নেয়ায় জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দল হতে পেরেছে। আবার বিরোধী দলের হয়েও মন্ত্রিসভাতেও আছেন দলটির বেশ কয়েকজন নেতা। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি-দুই পক্ষই জানিয়েছে, এবার বিএনপি ভোটে এলে তারা ২০০৮ সালের মতোই জোট গড়বেন আবার। সে ক্ষেত্রে জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের মর্যাদা হারাবে।

মোবাশ্বের হোসেন মনে করেন, প্রধানমন্ত্রী যে সংলাপ করতে যাচ্ছেন, সেখানে মুখ্য ঐক্যফ্রন্টই। বাকিরা গৌন।

সরকারে থাকা দলকে সংলাপে ডাকার বিষয়ে এই আলোচক বলেন, ‘এটা হলো কিছুটা ললিপপ দেয়ার মতো। এরশাদ সাহেব গৃহপালিত বিরোধী দল। আপনি ঐক্যফ্রন্টের সাথে কথা বলবেন আর বিরোধীদলের সাথে কথা বলবেন না এটা তো হয় না। এটা রাজনীতির আরেকটা খেলা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়