Skip to main content

১৪ দলের বৈঠক অাজ

অাবুল বাশার নূরু : ১৪ দলের নেতাদের নিয়ে অাজ বৈঠক করবেন অাওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গণভবনে রাত অাটটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা বৈঠক সভাপতিত্ব করবেন। জোট শরিকদের সঙ্গে দীর্ঘদিন পর বসবেন শেখ হাসিনা। জানা গেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপসহ সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে অালোচনা হবে। শরিকদের মাঝে অাসন বন্টনের বিষয়টিও অালোচনা হতে পারে।

অন্যান্য সংবাদ