Skip to main content

ফের সংলাপ করবে ঐক্যফ্রন্ট, জোটের মুখপাত্রের দায়িত্বে ফখরুল

ফের সংলাপ করবে ঐক্যফ্রন্ট, জোটের মুখপাত্রের দায়িত্বে ফখরুল
সাব্বির আহমেদ : জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের পর এবার জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্রের দায়িত্ব পেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, পরবর্তীতে সীমিত পরিসরে সংলাপ হবে, এ সংলাপে রাজনৈতিক সংকট নিরসনের চেষ্টা করা হবে। কাল সকালে চিঠি পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে। শনিবার রাতে ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক শেষে একথা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা না করার আহ্বান থাকবে ওই চিঠিতে।

অন্যান্য সংবাদ