Skip to main content

‘পরীক্ষা না পিছিয়ে সমাবেশ পিছিয়ে দেয়া যেতো’

রবিন আকরাম : চলমান জেএসসি পরীক্ষায় কাল ছিল ইংরেজি পরীক্ষা। শেষ মূহুর্তে পরীক্ষাটি পিছিয়ে নেয়া হয় শুক্রবারে। শিক্ষা মন্ত্রণালয় অনিবার্য কারণের কথা বললেও কারণটি জানতে সমস্যা হয়নি কারোই। কাল সোহরাওয়ার্দী উদ্যানে আল হাইয়াতুল উলয়া লিল জমিয়াতিল কওমিয়া বাংলাদেশ শোকরানা মাহফিলের আয়োজন করেছে। কওমি শিক্ষার সনদের স্বীকৃতির জন্য সরকারকে ধন্যবাদ জানাতেই এ অায়োজন। শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, পরীক্ষার্থীরা যাতে বিড়ম্বনায় না পড়েন, সে জন্যই পরীক্ষা পেছানো হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার কথা ভাবার জন্য শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ। কিন্তু ঢাকায় একটি সমাবেশের জন্য সারাদেশের পরীক্ষা পিছিয়ে দেয়াটা একটু উল্টো হয়ে গেল না? পরীক্ষা না পিছিয়ে তো সমাবেশ পিছিয়ে দেয়া যেতো। আর ওবায়দুল কাদের বারবার কর্মদিবসে সমাবেশ না করার কথা বলে আসছেন। তাহলে সপ্তাহের প্রথম কর্মদিবসে সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিল করার অনুমতি দেয়া হলো কেন? আর পরীক্ষার রুটিন তো অনেক আগেই হয়। অনুমতি দেয়ার আগে সেটা বিবেচনায় নেয়া হলো না কেন? ( লেখক ও কলামিস্ট প্রভাষ আমিন)

অন্যান্য সংবাদ