শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৮, ০১:৩৮ রাত
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৮, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিরাইয়ে ১০উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন জয়া সেনগুপ্তা এমপি

দিরাই প্রতিনিধি: দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা শনিবার ১০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন এবং এসব সভায় বক্তব্য দিয়ে দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকাল ১০টায় শরীফপুর ও পশ্চিম শরীফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্রাচীর দেয়াল নির্মাণ এর ফলক উন্মোচন এর মধ্য দিয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনীও ভিত্তিপ্রস্তর শুরু করেন, পর্যায়ক্রমে দিরাই সরকারী কলেজের নতুন ভবন, বদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর দেয়াল নির্মাণ, নতুন কর্নগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর দেয়াল নির্মাণ, পূর্ব দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর দেয়ালের উদ্ধোধন ও সুজানগর হইতে বাঙ্গালগাঁও পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, বুরহানপুর গ্রামে রাস্তা নির্মাণ, দিরাই রাজানগর কৃষ্ণচন্দ্র পাবলিক মাধ্যমিক বিদ্যালয় উর্ধ্বমুখী ভবন নির্মাণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্যমঙ্গল প্রাঙ্গন ও ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। দিরাই পুরাতন বাজারে জগন্নাথ জিউর মন্দির পুন:নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়া সেনগুপ্তা।

এসব অনুষ্ঠানে সংসদ সদস্যের সাথে ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়াম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজদ্দৌলা তালুকদার, অ্যাডভোকেট সোহেল আহমদ,সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সর্দার, সাধারন সম্পাদক বিশ্বজিৎ রায় বিশু, উপজেলা কৃষকলীগের সভাপতি তাজুল ইসলাম প্রমুখ। উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সায়েল আহমদ চৌধুরী ,উপজেলা যুবলীগ নেতা ইকবাল সরদার। সভায় জয়া সেনগুপ্তা আগামী সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট প্রার্থনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়