Skip to main content

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষুধার্থ মানুষের সংখ্যা প্রায় ৫০ কোটি : জাতিসংঘ

আসনাত চৌধুরী রিভা : জাতিসংঘের খাদ্য নিরাপত্তা সংস্থার এক প্রতিবেদনের দেখা যায়, এশিয়ার প্রায় ৫০ কোটি মানুষ ক্ষুধার্থ এবং অপুষ্টিতে ভুগছেন।জাতিসংঘের ফুড এন্ড এগ্রিকালচার অর্গেনাইজেশন (এফএও)-র শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হওয়া সত্ত্বেও এশিয়া মহাদেশে ক্ষুধায় দিন কাটানো মানুষের সংখ্যা প্রায় ৪৮ কোটি ৬০ লাখ যা প্রায় অর্ধ শতাধিক। খাদ্য নিরাপত্তা সংস্থার হিসাবে মতে, এশিয়ার পূর্ব-দক্ষিণপূর্ব এশিয়ায় অপুষ্টির পরিমাণ ২০০৫ থেকে ২০১৫ সালে হ্রাস পাওয়ার পর থেকে স্থিতিশীল রয়েছে। বিপরীতে অপুষ্টিজনিত কারণে ওশেনিয়াতে মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ। এক জরিপে দেখা যায়, ব্যাংককে ২০১৭ সালে এক তৃতীয়াংশের বেশি শিশু পর্যাপ্ত খাদ্য পায়নি। অপুষ্টির হার ২০০৫ সালে ১৮ শতাংশ থেকে হ্রাস পেয়ে ২০১৭ সালে ১১ শতাংশে দাঁড়ায়। তবে নিরাপত্তাহীনতা এবং অপর্যাপ্ত স্যানিটেশনের কারণে শিশুরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এশিয়ার এসব অঞ্চলে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৭ কোটি ৯ লাখ শিশু এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে বলে প্রতিবেদনে দেখা যায়। এক বিবৃতিতে জাতিসংঘের ৪টি সংস্থা অভিযোগ করেছে যে, খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট থেকে দেখা যায় গত দুই বছরে ক্ষুধা মুক্তিতে তেমন কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। টাইম

অন্যান্য সংবাদ