শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৮, ১২:৪৩ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৮, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় মামলায় হাজিরা দিতে এসে বনভোজন

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি: বাড়ির উঠানে নয় শতাংশ জমির উপর নতুন করে আরেকটি বাড়ির নির্মাণ কাজকে কেন্দ্র করে প্রতিবেশির সাথে ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। আর এই ঘটনাটি গড়ায় আদালত পর্যন্ত। বাদী পক্ষ চুরি ও জমি দখলকে কেন্দ্র করে দুই মহিলাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করেন। আর এমন ঘটনাটি ঘটেছে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুর ইউনিয়নের মুখর গ্রামে।

জানা গেছে, প্রায় দুই মাস আগে নয় শতাংশ জমির উপর বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতির ঘটনায় মহাদেবপুর আদালতে মামলা করেন প্রতিবেশি। এ মামলায় দুই মহিলাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করায় বিপাকে পড়ে বিবাদীপক্ষরা। সামান্য একটা বিষয় নিয়ে আদালত পর্যন্ত গড়াবে তা কল্পনা করতে পারেননি বিবাদী পক্ষ। গ্রামের মানুষ একটু বোকা ও সহজ সরল প্রকৃতির হয়ে থাকে। তাই দুশ্চিন্তায় পড়েছিলেন বিবাদী পক্ষ।

বৃহস্পতিবার সকালে দ্বিতীয় বারের মতো প্রায় ৪০ কিলোমিটার দূর থেকে মামলায় হাজিরা দিতে এসেছিলেন বিবাদী পক্ষ। এতোগুলো মানুষ বাসযোগে শহরে আসতে এবং খাবার খেতে অনেক টাকা খরচ হবে। এ ভেবে তারা ভটভট ভাড়া করে নিয়ে এসেছিলেন আদালতে। সাথে নিয়ে এসেছেন খড়ি, চাউল, হাড়ি সহ রান্না করার আনুষঙ্গিক জিনিসপত্র। আদালত পাড়ায় আসার পর রান্নার কাজ শুরু করেন বিবাদীপক্ষের সাথে আসা বাড়তি দুজন লোক।

মামলায় হাজিরা দেয়ার পর দুপুর ২টার দিকে আদালত পাড়ার পূর্বদিকে গণপূর্ত অফিসের সামনে সবাই পঞ্চায়েতের মতো খাবার খাচ্ছিলেন। কেউ চটি পেড়ে, কেউ পায়ের ভর দিয়ে, আবার কেউ মাটিতে বসে। এদের মধ্যে আবার কেউ সাকিদারী করছেন। দেখলে মনে হবে আদালত পাড়ায় কোন অনুষ্ঠান চলছে। আর সেখানে পঞ্চায়েতে সবাই খাবার খাচ্ছিলেন। মামলায় হাজিরা দিতে এসে ব্যতিক্রম এমন দৃশ্য দেখে আদালত পাড়ায় লোকজন অনেকটা অবাক হয়েছেন।

নওফেল হাসান নামে বিবাদী বলেন, সামান্য একটু জমি নিয়ে আদালত পর্যন্ত গড়াতে হবে তা কল্পনাই করতে পারিনি। সেই মামলায় আবার এতোগুলো আসামী। শুধু শুধু হয়রানি শিকার হচ্ছি দুমাস থেকে। দুইবার আদালতে হাজিরা দিলাম। কবে জামিন হবে বুঝতে পারছিনা।

আরেক বিবাদী আমজাদ হোসেন বলেন, বাড়ি থেকে আদালতে আসা-যাওয়ার খরচ জনপ্রতি প্রায় ১২০ টাকা। হোটেলে শুধু ডাল, ডিম ও ভাত খেলে জনপ্রতি প্রায় ৫০/৬০ টাকা খরচ। মাছ বা গোস্ত ভাত খেলে আরও বেশি। আমরা হোটেলে না খেয়ে বাড়ি থেকে সবকিছু নিয়ে এসে এখানে রান্না করেছি। মুরগির গোস্ত ও সাথে আলু। এতে খরচও কম হয়েছে। আবারও খাবার মানও ভাল হয়েছে। তৃপ্তি সহকারে সবাই খেতে পেরেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়