Skip to main content

কাদের সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

জাফরুল অালম : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী তার নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে 'রাজনীতি করলে চাড়াল, মুচির সঙ্গেও অালোচনায় বসতে হয়'- এমন মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিবাদে ফেটে পড়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা। শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধনের অায়োজন করেন কয়েকটি সংগঠন। মানববন্ধনে বক্তারা বলেন, কাদের সিদ্দিকী তার কার্যালয়ে বর্ণবাদী মন্তব্য করেছেন যা একটা জনগোষ্ঠীকে কটাক্ষ করে। তিনি কখনোই এভাবে চাড়াল মুচি বলতে পারেন না। তারা বলেন, যে কোন অবস্থায়ই বলুক না কেন, যদি তার ভুলের জন্য ক্ষমা বা অনুশোচনা করতেন। তবুও বিষয়টা হালকা হতো। কিন্তু তিনি কিছুই করেননি। তারা অারও বলেন, সংবিধানের ২৯ (৩) ক অনুচ্ছেদে সংখ্যালঘু পিছিয়ে পড়া জনজাতি সমূহের জন্য সংরক্ষণের কথা যেভাবে বলা অাছে সেটা কার্যক্ষেত্রে দেখা যায় না। অামরা এর বাস্তবায়নের দাবি জানাই। কাদের সিদ্দিকীর এমন বিরূপ মন্তব্যে সরকারের হস্তক্ষেপ চান কি না জানতে চাইলে তারা বলেন, এমন মন্তব্যের জন্য তিনি ক্ষমা চাইলে অামাদের কোন ক্ষোভ থাকবে না। নইলে এ ব্যাপারে অামরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। অায়োজক সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশ, অভিযান, দলিত, বাংলাদেশ রবিদাস ফোরাম, জাগ্রত রবিদাস বাংলাদেশ, হরিজন ঐক্য পরিষদ প্রভৃতি সংগঠনের নেতৃবৃন্দ। সুব্রত ঠাকুরের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এড. উৎপল বিশ্বাস, মনিষা বিশ্বাস, বনানী বিশ্বাস, মায়া রবিদাস, তামান্না সিং বাড়াইক, শিপন রবিদাস প্রাণকৃষ্ণ, দুলন রবিদাস প্রমুখ।

অন্যান্য সংবাদ