শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৮, ১২:০৭ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৮, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবেশ ভাবনাকে হৃদয়ে ধারণের আহ্বান

মতিনুজ্জামান মিটু: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) ড. নুরুল কাদির শিক্ষার্থীদের প্রতি পরিবেশ ভাবনাকে হৃদয়ে ধারণের আহ্বান জানিয়েছেন। শনিবার(৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁও এর বন ভবনের করবী সম্মেলন কক্ষে ‘গ্রিন ক্লাব ও অক্সিজেন ব্যাংক পরিচালনা বিষয়ক খসড়া গাইডলাইন চূড়ান্তকরণ বিষয়ক কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

পরিবেশ সুরক্ষায় দেশে এবং আর্ন্তজাতিক পরিম-লে সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন, সরকার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ শিক্ষা সম্প্রসারণে বিভিন্ন প্রকার সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, এ সব কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তর সেভ দ্য চিলড্রেন ও গ্রিন সেভার্স এসোসিয়েশনের সহযোগিতায় বিদ্যালয়গুলোতে গ্রিন ক্লাব গঠন ও অক্সিজেন ব্যাংক স্থাপনের করা হচ্ছে। ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন স্কুলে ইতোমধ্যে গ্রিন ক্লাব গঠন ও অক্সিজেন ব্যাংক স্থাপন করা হয়েছে। গ্রিন ক্লাব ও অক্সিজেন ব্যাংক সফলভাবে পরিচালনার জন্য একটি খসড়া গাইড লাইন তৈরী করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে গাইডলাইনটি চূড়ান্ত করা হবে।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. সুলতান আহমেদ এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সেভ দ্য চিলড্রেন ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ডা. মো. শামীম জাহান ও শিশু সাহিত্যিক-সাংবাদিক, উপন্যাসিক, নাট্যকার, মাসিক কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। স্বাগত বক্তব্যে কর্মসূচির পটভূমি বর্ণনা করেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালাম আজাদ। পরিবেশ অধিদপ্তর সেভ দ্য চিলড্রেন ও গ্রিন সেভার্স এসোসিয়েশন যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়