Skip to main content

ফিফা প্রেসিডেন্টের কেলেঙ্কারিতে ইউরোপের ফুটবলে ঝড়

স্পোর্টস ডেস্ক : উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) নিয়ম ভেঙে বাড়তি সুবিধে নিয়েছিল ম্যানচেস্টার সিটি ও পিএসজি। তাদের এই বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছিলেন ফিফার বর্তমান প্রেসিডেন্ট ও তৎকালীন উয়েফা মহাসচিব জিয়ান্নি ইনফান্তিনো। এখন সেই তথ্য প্রকাশিত হওয়ায় শাস্তিস্বরূপ জরিমানা বা নিষেধাজ্ঞায় পড়তে পারে ম্যানসিটি ও পিএসজি। এমনকি নেইমার ও কাইলিয়ান এমবাপেকে ছেড়েও দিতে হতে পারে প্যারিস সাঁ সাঁকে। এই গোপন তথ্য ফাঁস করা হয়েছে জার্মান দৈনিক ডের স্পিগেলে। কদিন আগে ক্রিশ্চিানো রোনালদোর আলোচিত ধর্ষণ অভিযোগের খবরও ফাঁস করেছিল পত্রিকাটি। শুধু ম্যানসিটি-পিএসজির ঘটনাই নয়, ফুটবলের আরও নানা অনিয়মের কথাও ফাঁস করেছে ওই জার্মান দৈনিক। এসব খবর প্রকাশের পর ইউরোপের ফুটবলে রীতিমতো ঝড় শুরু হয়েছে। ডের স্পিগেলের রিপোর্টে বলা হয়েছে, কাতার সরকারের কাছ থেকে অবৈধভাবে ১৮০০ মিলিয়ন ইউরো পেয়েছে পিএসজি। যা চ্যাম্পিয়ন্স লিগ থেকে তাদের বাদ যাওয়ার জন্য যথেষ্ট। এই তথ্য ফাঁস হওয়ার পর আইনি ঝামেলা থেকে রেহাই পেতে এমবাপে ও নেইমারকে বাধ্যতামূলকভাবে ছেড়ে দিতে হতে পারে ফরাসি জায়ান্টদের। এরআগে ২০১২তে পিএসজি মালিক নাসের আল-খেলাইফির সঙ্গে একটি চুক্তি করেছিলেন তৎকালীন উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। সেই চুক্তির ফাঁকফোকর বের করে প্রায় ৬০ মিলিয়ন ইউরোর জরিমানা থেকে বেঁচেছিল পিএসজি। প্যারিসের ক্লাবটির মতো বাড়তি সুবিধে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানসিটি। এটিও মধ্যপ্রাচ্যর দেশ সংযুক্ত আরব আমিরাত নাগরিকের মালিকানাধীন ক্লাব। ২০১৩-১৪ মৌসুমে কাতারের পর্যটন কর্তৃপক্ষের কাছ থেকে অবৈধ অর্থ গ্রহণ করে ইংলিশ জায়ান্টরা। এছাড়া ২০১৭ সালে কোনো কারণ না দেখিয়েই পিএসজির উপর চলা দুর্নীতির তদন্ত বন্ধ করে দেয় উয়েফা। ফাঁস করা তথ্যে জানানো হয়েছে, এই সবকিছুই করা হয়েছে রাজনৈতিক কারণে। প্রসঙ্গত, নানা কেলেঙ্কারিতে জড়িয়ে শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হন ফিফার আগের প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার। এবার নতুন কেলেঙ্কারিতে ফেসে ব্ল্যাটারের উত্তরসূরি ও স্বদেশি সেই পথেই হাঁটেন কিনা সেটাই দেখার। -ফিফা ওয়েবসাইট/চ্যানেলআই অনলাইন