Skip to main content

দেরিতে অভিষেকে নাজিমউদ্দিনের পরেই আরিফুল

দেরিতে অভিষেকে নাজিমউদ্দিনের পরেই আরিফুল
স্পোর্টস ডেস্ক : আরিফুল হক, জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে অভিষেকের আগে ৭৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। বাংলাদেশিদের মধ্যে টেস্ট অভিষেকের আগে সবচেয়ে প্রথম শ্রেণীর ম্যাচ খেলার তালিকায় দ্বিতীয়তে আছেন তিনি। ২০০৬ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল আরিফুলের। এখন পর্যন্ত ৭৬ ম্যাচ খেলে ৩৪০৫ রান করেছেন তিনি। মিডিয়াম পেস বোলিংয়ে উইকেট নিয়েছেন ঠিক ১০০ উইকেট। আরিফুলের আগে এই তালিকায় শীর্ষে আছেন নাজিমউদ্দিন। প্রথম টেস্ট খেলতে নামার আগে ৮১টি ম্যাচ খেলেছিলেন তিনি। তৃতীয় স্থানে শামসুর রহমান। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের আগে ৬৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন শামসুর। টেস্ট ক্যাপ পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে মার্শাল আইয়ুবকেও। টেস্ট অভিষেকের আগে বিপক্ষে ৬২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন তিনি। সমান সংখ্যক প্রথম শ্রেণীর ম্যাচ খেলে অভিষেক হয়েছিল চলমান জিম্বাবুয়ে টেস্টের একমাত্র বিশেষজ্ঞ বোলার আবু জায়েদ রাহী।