শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০১৮, ১০:১০ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০১৮, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট টেস্টের ঘণ্টা বাজালেন আকরাম খান ও শান্ত

আশরাফ চৌধুরী রাজু, সিলেট: সব আয়োজন আগে থেকেই সম্পন্ন ছিল। প্রস্তুত ছিল ২২ গজ। সাথে দুই দলও ছিলো প্রস্তুত। অপেক্ষা ছিল কেবল মাঠে নামার। তারও অপেক্ষার অবসান ঘুচিয়ে এরমধ্যেই শুরু হয়ে গেছে ব্যাট-বলের লড়াই। ক্রিকেটের অভিজাত এ ফরমেটের সকল রীতিনীতি মেনেই শুরু হয়েছে সিলেটের ক্রিকেট ইতিহাসের অন্যতম এক অধ্যায়। এই টেস্ট ম্যাচের মধ্য দিয়েই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম টেস্টের অষ্টম ভেন্যু হিসেবে নাম লিখালো। তবে এ ম্যাচ শুরুর আগে সিলেটের মাটিতে আয়োজনে ছিলো একটু ভিন্নতা। দেশের ক্রিকেটে প্রথম বারের মতো ও বিশ্বে তৃতীয় বারের মতো কোন ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ম্যাচ শুরুর আগে বাজানো হলো ঘণ্টা।

ইংল্যান্ডের লর্ডস ও ভারতের ইডেন গার্ডেনসে ঘণ্টা বাজিয়ে টেস্ট শুরু করার একটা রীতি আছে। দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে শনিবার থেকে যাত্রা শুরু হলো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের। আর তাই এখানে অনুসরণ করা হলো সেই রীতি। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট শুরুর আগে ‘দ্য ফাইভ মিনিট বেল’ নামে পরিচিত এই ঘণ্টা বাজানো হয়।
তবে ঘণ্টা কে বাজাবেন, সেটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল গেল কিছুদিন। তবে গতকালই আয়োজকরা জানিয়েছিলেন এ বেলটি বাজাবেন বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার আকরাম খান। আয়োজকদের কথা মতই সিলেট টেস্টে ঘণ্টা বাজানোর সম্মান পেলেন বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক। এসময় তাঁর সাথে ছিলেন বাংলাদেশ দলের সাবেক পেসার শান্তও।
শুধু ঘণ্টা বাজানোই নয়, সিলেটের অভিষেক টেস্টকে কেন্দ্র করে নেওয়া হয় আরও বেশ কিছু উদ্যোগ। সিলেট বিভাগের সাবেক ক্রিকেটারদের জন্য বিশেষ সম্মাননার ব্যবস্থা করা হয়। দু’দলের খেলোয়াড়দের জন্য বিশেষ স্মারক উপহার। এ ছাড়া ম্যাচের টসটিও হয় বিশেষ একটি মুদ্রায়। সব মিলিয়ে, আয়োজনের আতিশয্য নিয়ে তৈরি নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টেস্ট অভিষেক হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়