Skip to main content

‘নৌকার প্রচারণার জন্য দেশে ফিরছেন শাবানা’

মহিব আল হাসান: ঢাকাই সিনেমার নন্দিত তারকা শাবানা। বাংলা সিনেমায় তার অবদান অনস্বীকার্য। দীর্ঘদিনের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল ছবি। রুপালি পর্দায় নিজে যখন হেসেছেন তাখন দর্শকও হেসেছেন। আবার তার চোখের পানিতে দর্শকদেরও ভিজিয়েছেন চোখ। পর্দায় তার অভিনয় পৌঁছে গেছে সীমান্ত ওপারেও। সাবলীল অভিনয়ের মাধ্যমে তিন প্রজন্মের ভর করে আছেন এই নায়িকা। তিনি ছিলেন বাংলা ছবির রোল মডেল। কিন্তু হঠাৎ করে নানা কারণে চলচ্চিত্রের কাজ ছেড়ে দেন শাবানা। ২০০০ সালের পর আর কোনও চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। স্বামী সন্তান নিয়ে স্বপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্খান তার। তবে এসব পুরানো খবর। নতুন খবর হচ্ছে আগামী মাসের ১ডিসেম্বর তিনি দেশে ফিরছেন। আসন্ন জাতীয় সংসদ নিবার্চনের প্রচার-প্রচারণায় অংশ নিতে। শাবানার স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে এবারের জাতীয় সংসদ নিবার্চনে অংশ নেবেন। তাই স্বামীর হয়ে প্রচারণা চালাতেই দেশে আসবেন শাবানা। নির্বাচনের কাজে তিনি কয়েক মাস থাকতে পারেন বলে জানা গেছে। সর্বশেষ গত ১৮ জুলাই যশোর উপজেলার সাগরদাঁড়ি ও স্বামীর জন্মস্থান বড়েঙ্গা গ্রামে এ মতবিনিময় করেন। সেসময় স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাবানা জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তাকে নির্বাচন করতে বলছিলেন। কিন্তু নিজে নির্বাচন না করে স্বামীর নির্বাচনের কথা বলেন। তখন সাংবাদিকদের শাবানা জানান ,তার স্বামী ওয়াহিদ সাদিক যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে নিবার্চন করবেন ।

অন্যান্য সংবাদ