শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০১৮, ০৮:০৭ সকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০১৮, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকাতিয়া নদীর তীর দখল করে গড়ে উঠেছে দুই শতাধিক স্থাপনা

ফারজানা স্মৃতি : চাঁদপুরে ডাকাতিয়া নদীর তীর দখল করে গড়ে উঠেছে বহুতল ভবনসহ ২শ’র বেশি স্থাপনা। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি ইট-ভাটা, বালুমহল ও ডকইয়ার্ড। এতে অচিরেই কমছে নদীর আকার। অথচ একসময় এই নদী ব্যবহার হতো যোগাযোগ ও পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম হিসেবে। এদিকে দখলদাররা প্রভাবশালী হওয়াতে নিশ্চুপ দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দাদের মতে, ‘অবৈধ’ কথাটি মানতে নারাজ ডাকাতিয়ার দখলদার ও প্রভাবশালী ব্যক্তিরা। ঘর-বাড়ি ও দোকান-পাট অবৈধভাবে নদী তীরের জমি ঘেষে তুলে রাখা হয়েছে। নদী দখলের জন্য একে অপরকে দুষছে জেলা প্রশাসন ও ডিআইডব্লিওটিএ কর্তৃপক্ষ।

ডকইয়ার্ডের মালিক তফাজ্জল বলেন, কতৃপক্ষের অনুমতিতেই ভূমিতে আমরা ডকইয়ার্ড স্থাপন করেছি। এটা স্বল্প সময়ের জন্য আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিআইডব্লিউটিএ’র অনুমতি নিয়েই ব্যবহার করা হচ্ছে নদী তীরের জমিগুলো।

তবে, বিআইডব্লিউটিএ- এর তথ্যমতে নদী তীরের জমিগুলোর বর্তমান মালিক জেলা প্রশাসন। ভূমি বুঝে পেলেই শুরু হবে উচ্ছেদ-অভিযান।

বিআইডব্লিউটিএ’র পরিবহন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, দখলদারদের বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা নিতে পারছি না। তবে আশাকরি ভূমি বুঝে পেলেই জেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ-অভিযান শুরু করবো।

এদিকে নদী তীরে দখলে থাকা জমিগুলো বিআইডব্লিউটিএকে বুঝিয়ে দিতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কতৃপক্ষ জানিয়েছে, প্রতিবেদন হাতে পেলেই শুরু হবে হস্তান্তর প্রক্রিয়া ।

সূত্র : ৭১টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়