Skip to main content

খাসোগজি হত্যায় সৌদি আরবই দায়ী: এরদোয়ান

এ.আর.ফারুকী: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সৌদি সাংবাদিক খাসোগজি হত্যায় সৌদি আরবকে সরাসরি দায়ী করেছেন। ওয়াশিংটন পোস্টে লেখা এক নিবন্ধে এরদোয়ান বলেন, ‘আমরা জানি, খাসোগজি হত্যার নির্দেশ সৌদি প্রশাসনের উচ্চ মহল থেকে এসেছে’। তবে, সৌদি আরবের সাথে তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বাদশা সালমান এই ঘটনার সাথে জড়িত তা আমি বিশ্বাস করি না’। তিনি এঘটনার মূল হোতার মুখোশ উন্মোচনের আহবান জানান নিবন্ধটিতে। গত ২ অক্টোবর খাসোগজিকে তুরস্কের সৌদি দূতাবাসে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এক তুর্কি নাগরিককে বিয়ে করার উদ্দেশ্যে দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র আনতে গেলে তাকে হত্যা করা হয়। পরে তার লাশ এসিড দিয়ে গলিয়ে ফেলা হয় বলে জানিয়েছেন এরদোয়ানের দলের এক মুখপাত্র। প্রথম দিকে সৌদি আরব এই হত্যার দায় স্বীকার না করায় বেশ কয়েকটি মিত্র দেশের সাথে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। এ ঘটনায় সৌদি এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করেছে। কিন্তু তুরস্ক চায় গ্রেফতারকৃতদের বিচারের জন্য তাদের কাছে হস্তান্তর করা হোক। বিবিসি

অন্যান্য সংবাদ