Skip to main content

রোববারের জেএসসি পরীক্ষা হবে শুক্রবার

তরিকুল ইসলাম সুমন : ৪ নভেম্বরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (৯ নভেম্বর) সকাল ৯টায়। বিষয়টি আমাদের সময়ডটকমকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান। বৃহস্পতিবার (০১ নভেম্বর) শুরু হয় এ বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা। সারাদেশে এবার ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশে নিয়েছে।