Skip to main content

‘সভা-সমাবেশ, ভৌতিক মামলার বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস ইতিবাচক’

আশিক রহমান : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, মিটিং-মিছিল, সভা-সমাবেশ করতে কোনো বাধা-নিষেধ না থাকা, নতুন ভৌতিক মামলাগুলোর বিষয়ে তালিকাপ্রাপ্তি সাপেক্ষ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রধানমন্ত্রীর, এটাকে আমি ইতিবাচক অগ্রগতি হিসেবেই দেখি। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংলাপ যে হয়েছে, একসঙ্গে যে সবাই বসতে পেরেছেন এটা খুবই ভালো দিক। রাজনৈতিক নেতারা দীর্ঘদিন পর একসঙ্গে বসার সুযোগ নিলেন দ্যাট ইজ ভেরি গুড। ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন, মিটিং-মিছিল, সভা-সমাবেশসহ রাজনৈতিক কর্মকা-ে কোনো বাধা দেওয়া হবে না। অনুমতি লাগবে না। এটাও একটা অগ্রগতি। নতুন করে যে ভুতুরে মামলাগুলো হয়েছে, এ সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। তালিকা দেওয়ার কথা বলেছেন। তালিকা পেলে ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনা করবেন। তিনি আরও বলেন, প্রথম মিটিং বা সংলাপের আলোচিত বিষয়গুলোকে আমি ইতিবাচকভাবেই দেখি। রাজনীতিবিদরা দীঘদিন পর একসঙ্গে বসেছেন এটাই শুভ ঘটনা। শুভ সূচনা। এটাকে আমাদের অভিনন্দন জানানো উচিত। সকলে মিলে পরামর্শ করে চললে রাজনীতিটা সুন্দরভাবে কল্যাণকর পথে এগোবে।

অন্যান্য সংবাদ