শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০১৮, ০৫:০৭ সকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০১৮, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি কাউকে প্রতিযোগী মনে করি না

শর্মি ভৌমিক

আমি আমার বাবা- মায়ের ছোট মেয়ে। বলতে দ্বিধা নেই প্রচন্ড আদরের মেয়েই আমি। স্কুল, কলেজ, খেলাধুলা যখন যেখান দিয়ে হেঁটেছি সবার আগে আগেই হেঁটে বেড়িয়েছি। প্রথম হওয়ার স্বাদ আমি অসংখ্যবার পেয়েছি। তাই, এখন আর সেই লোভ বা আকাংখা নেই। এখন শুধু কাজ করে যেতে চাই, মানুষের উপকারে জীবনটাকে উৎসর্গ করতে চাই। স্বামী সংসারেও সুখ-শান্তির কোন ঘাটতি নেই। কট্টর নারীবাদী না হলে আরো আরো সুখের ছড়াছড়ি হতো আমার জীবনে। কিন্তু, আমি ব্যক্তিত্বকে বিসর্জন দিতে পারিনি কোন একটি মুহূর্তের জন্যও। চাকুরী করতে গিয়ে একাধিক চাকরি ছেড়ে সংসারেই ফিরে এসেছি। হয়তো সংসারটাকে খুব ভালোবাসি বলেই। স্বামীর সর্বস্ব আমি। সেও আমার সর্বস্ব। মেয়ে দুটো আমাদের দু’জনের প্রাণ। ওদের জন্য আপনাদের সকলের আশীর্বাদ একান্ত প্রয়োজন। আমি কখনও কাউকে প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগি মনে করি না। আমি জানি কেউ কারো মত নয়, প্রতিটি মানুষ আলাদা সত্ত্বার অধিকারী। কাউকে ছোট করে নিজেকে বড় করা আমার স্বভাবের বাইরে। তবে, কেউ এমনটি করলে আমি তাকে ছাড় দিতে পারি না। প্রচন্ড প্রতিবাদী আমি, কিন্তু প্রতিশোধপ্রবণ নই। ক্ষমা করতে আমার ভালো লাগে। যারা নীরবে আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করে আমি আদৌ তাদেরকে তা ভাবি না। উদারতাকে ভীষণ ভালোবাসি। অহংকারীর প্রতি করুণা হয় বড়বেশি। কারন, ওদের ধ্বংস দেখার ইচ্ছে আমার নেই। আমি বুঝি না অন্যের সুখে ওরা এতো জ্বলেপুড়ে যায় কেন! আর কেউ ভালো নয় বা আর কেউ সুন্দর নয় শুধু আমিই ভালো বা আমিই স্ন্দুর এমন ভয়ানক চিন্তার মানুষকে কে কিভাবে সংজ্ঞায়িত করবে জানি না, তবে আমি সেসব মানুষকে মানসিক রোগী বলেই মনে করি। নিন্দা করা আমার কাজ নয়, কিন্তু নিন্দুককে সঠিক পথের সন্ধান দেয়া আমার দায়িত্ব। বয়সকে কোন নির্দিষ্ট ফ্রেমে বাঁধা যায় না, তবে হৃদয়কে চিরতরুণ রাখা যায়। আমি আমৃত্যু চিরতরুণ থাকতে চাই আমার মূল্যবান মনের চর্চায়। আমার নিকট বয়স একটি সংখ্যা ছাড়া কিছু নয়। হাসি, আনন্দ আর শান্তির বারতা পৌঁছে দিতে চাই তৃণমূল পর্যন্ত- এ আমার হৃদয়ের প্রগাঢ? ইচ্ছা। আমার কারণে কারো সুখ বিনষ্ট হোক- এ আমি কল্পনাও করতে পারি না। শুধু সবার সুখে হাসতে হাসতে বাঁচতে চাই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। আসুন, সংকীর্ণতা পরিহার করে আজ থেকে সুখে শান্তিতে বাঁচার কথা ভাবি, নিজেও ভালো থাকি; অপরকেও ভালো রাখি। ধন্যবাদ সকলকে।

(নিজের ঢোল নিজেই পেটালাম বলে কেউ আবার মাইন্ড খাইয়েন না??)

  • সর্বশেষ
  • জনপ্রিয়