Skip to main content

চীন-রাশিয়ার সীমান্তে সক্রিয়া রয়েছে সাইবেরিয়ান বাঘ

ইমরুল শাহেদ : চীন ও রাশিয়ার এক যৌথ গবেষণায় দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে সাইবেরিয়ান এলাকায় থাকা বাঘগুলো প্রায়ই এদেশ-ওদেশে যাতায়াত করে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। নতুন এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, চীনের লায়ওই পর্বতমালা এবং রাশিয়ার লিওপার্ড পার্কে স্থাপিত স্বয়ংক্রিয় ক্যামেরায় ২০১৩ থেকে ২০১৫ সালের তোলা ছবিতে দেখা যায় উল্লিখিত সময়ে সাইবেরিয়ার ৪৫টি বড় বাঘ এবং ৮৯টি আমুর শ্রেণীর চিতা বাঘ যাতায়াত করেছে। সে সময়ে ৪২ শতাংশ বড় বাঘ এবং ১৭ শতাংশ চিতা বাঘের যাতায়াতের ছবি ক্যামেরাবন্দী হয়েছে। ২০১৪ সালে এই গবেষণা চালায় ফেলাইন রিসার্চ ইনস্টিট্যুট অব চায়না’স নর্থইস্ট ফরেস্ট্রি ইউনিভার্সিটি, রাশিয়ার ল্যান্ড অব দি লিওপার্ড ন্যাশনাল পার্ক, রাশিয়ান একাডেমি অব সায়েন্সেস এবং ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (রাশিয়ার ফার ইস্ট অফিস)। এই মূল উদ্দেশ্য ছিল, সাইবেরিয়ান বাঘ, আমুর চিতা বাঘের প্রজাতি বৈচিত্র্য ও জেনেটিক্স নিয়ে গবেষণা চালানো। এই অনুসন্ধানী গবেষণা চালানো হয়েছে চীন-রাশিয়ার সীমান্তে থাকা সাইবেরিয়ান বাঘ ও আমুর চিতা বাঘের উপর। গবেষণার উপাদান হিসেবে বাঘের সংখ্যা, কোথায় কতগুলো বাঘ থাকে, সেগুলোর অভিবাসন এবং জেনেটিক, বৈশিষ্ঠ্য এবং বিরল শ্রেণীর পশুদের জন্য সীমান্ত অতিক্রমে পথ খুলে দেওয়াসহ বিভিন্ন বিষয় রয়েছে। বার্নামা

অন্যান্য সংবাদ